logo ২১ এপ্রিল ২০২৫
বাড্ডায় স্বামীর গরম পানিতে ঝলসাল গৃহবধূ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ মার্চ, ২০১৬ ২০:২৮:৪৫
image



ঢাকা: চাকরি করতে রাজি না হওয়ায় স্বামীর ঢেলে দেয়া গরম পানিতে ঝলসে গেছে পূর্ণিমা আক্তার (২৪) নামের এক গৃহবধূর শরীর।






সোমবার সকালে রাজধানীর রাজধানীর উত্তর বাড্ডায় এ ঘটনা ঘটে।






দগ্ধ পূর্ণিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানান কর্তব্যরত চিকিৎসক।






পূর্ণিমার ভাই আমির হোসেন ঢাকাটাইমসকে বলেন, “আজ সকাল সাড়ে ১০টার দিকে পূর্ণিমার স্বামী মিজান চুলা থেকে গরম পানি এনে তার শরীরে ঢেলে দেয়। পরে সংবাদ পেয়ে আমরা তাকে বিকেলে হাসপাতালে নিয়ে আসি।”






আমির হোসেন  জানান, পাঁচ বছর আগে প্রাইভেটকার চালক মিজানুর রহমানের সঙ্গে পূর্ণিমার বিয়ে হয়। তাদের চার বছরের একটি ছেলে রয়েছে।






বিয়ের আগে পূর্ণিমা একটি পোশাক কারখানায় কাজ করতেন জানিয়ে আমির হোসেন বলেন, “মিজান তাকে (পূর্ণিমা) আবার চাকরি করে সংসার চালানোর জন্য চাপ দিতে তাকে। কিন্তু ছোট ছেলেকে রেখে চাকরি করা করতে রাজি না হলে পূর্ণিমার গায়ে গরম পানি ঢেলে দেন মিজান।” ঘটনার পর থেকেই মিজান পলাতক বলে জানান তিনি।






জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল ঢাকাটাইমসকে বলেন, পূর্ণিমার শরীরের ৩০ শতাংশ ঝলসে গেছে।






(ঢাকাটাইমস/২১ মার্চ/এএ/মোআ)