logo ২১ এপ্রিল ২০২৫
মেয়েকে তুলে নেয়ায় বাধা, বাবা খুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
১৬ মার্চ, ২০১৬ ০৮:৪৭:৪০
image



নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে বিয়ের আসর থেকে মেয়েকে তুলে নেয়ায় বাধা দেয়ায় তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।






মঙ্গলবার রাতে ফতুল্লার রঘুনাথপুরে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ।






ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গতরাতে ফতুল্লার পাগলা এলাকার পরেশ চন্দ্রের মেয়ের বিয়ে ছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলে রাত ১২টার পর ১২-১৫ জনের একটি দল মেয়েটিকে অপহরণের চেষ্টা করে। পরেশ চন্দ্র বাধা দিলে তাকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের বাধায় মেয়েটিকে অপহরণ করতে পারেনি তারা।






পরে এলাকাবাসীর সহায়তায় সাতজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।






(ঢাকাটাইমস/১৬মার্চ/এলএ)