logo ০৭ মে ২০২৫
শাহজালালে ১ কোটি ২৫ লাখ টাকার সোনা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ মার্চ, ২০১৬ ১১:০২:১০
image



ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  থেকে আড়াই কেজি সোনা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার দাম প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা।






বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের আরএক্স ৭৮৫ নম্বর ফ্লাইট থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।






ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, ফ্লাইটটি রাত ১১টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইট শাহজালালে নামে। এ সময় প্লেনটির এক সিটের নিচ থেকে মোজায় মোড়ানো ছয়টি সোনার বার উদ্ধার করা হয়।






তিনি জানান, উদ্ধার হওয়া সোনার ওজন আড়াই কেজি। আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।






(ঢাকাটাইমস/১১ মার্চ/জেডএ)