logo ১৪ মে ২০২৫
জমি নিয়ে বিরোধ, বড় ভাইকে পিটিয়ে হত্যা
নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
০৯ মার্চ, ২০১৬ ১২:৩৩:১৬
image



নোয়াখালী: জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে মেরেছে ছোটভাই। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুরে।






আজ বুধবার বেলা ১১টার দিকে বড় ভাই মোমিন উল্লাকে পিটিয়ে হত্যা করে ছোট ভাই হাবিব উল্লা। তারা দুজন ওই গ্রামের খান বাড়ির মৃত নুরুল হকের ছেলে।



স্থানীয়রা জানান, জমি নিয়ে বড় ভাই মোমিন উল্লার সঙ্গে ছোট ভাই হাবিব উল্লা সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বুধবার সকালেও জমি নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে ছোটভাই হাবিব উল্লা ক্ষিপ্ত হয়ে বড় ভাই মোমিন উল্লাকে মাথায় কাঠ দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় এলাকাবাসী গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।



বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






(ঢাকাটাইমস/০৯মার্চ/এআর/জেবি)