চাঁদপুর: চাঁদপুরে চলমান এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় তিন শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে সহপাঠীরা। আহতরা শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে কৃষি শিক্ষা (ব্যবহারিক) পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। আহত শিক্ষার্থীরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঘোষ পাড়া এলাকা দিয়ে বাড়ি যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
আহতরা হলো-শহরের গুয়াখোলা এলাকার মো. হাসান গাজীর ছেলে মোঃ রিয়াম (১৬), জোড়পুকুর পাড় এলাকার আবুল খায়েরের ছেলে আসিফ আহম্মেদ রিয়াজ (১৬) ও পালপাড়া এলাকার মাহমুদুল হাসান রিয়াদ (১৭)। তারা আল-আমিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজ ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অন্য সহপাঠীরা তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে ওই তিন ছাত্র হাসপাতালে চিকিৎসা নিতে এলে খবর পেয়ে আক্রমণকারীরা পুনরায় হাসপাতালে এসে আক্রমণ চালায়। এ সময় আহতদের সহপাঠীরা খবর পেয়ে এসে আক্রমণকারীদের ্উপর হামলা চালালে দুই দলের মধ্যে সংষর্ষ বাধে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই আব্দুল হালিম ও ওমর ফারুকের নেতৃত্বে পুলিশ এসে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ত্রণে আনতে লাঠি চার্জ করে। এতে কমপক্ষে ১৫ জন ছাত্র ও পথচারী আহত হয়।
আহতরা ও মাসুদুল হক নামের এক বন্ধু জানায়, এসএসসি পরীক্ষার শেষ দিনে শহরের গুয়াখোলা, পালপাড়া ও কোড়ালিয়া এলাকার রিয়াদ, ফয়সাল, রাকিব, প্রশান্তসহ আরওও কয়েকজন এক সাথে পরীক্ষা দিয়ে বের হয়ে তাদের উপর হামলা হামলা করে।
এ ব্যাপারে উভয় পক্ষের ছাত্রদের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান চাঁদপুর মডেল থানার ওসি মামুনুর রশীদ।
(ঢাকাটাইমস/৮মার্চ/প্রতিনিধি/ইএস)