logo ২১ এপ্রিল ২০২৫
দুই ভাই খুনের প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ মার্চ, ২০১৬ ১১:০৪:১৪
image



ঢাকা: কুমিল্লার দক্ষিণ রসুলপুর এলাকার চাঞ্চল্যকর সহোদর জয় ও মনির হত্যা মামলার প্রধান আসামি তাদের সৎ ভাই মো. আল সফিউল ইসলাম ওরফে ছোটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।






সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার কর হয়। রাতেই তাকে কুমিল্লায় নেয়া হয়।






গ্রেপ্তার ছোটন ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র।






মঙ্গলবার সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ ভূঞা এ তথ্য নিশ্চিত করে জানান, মোবাইল ফোন ট্র্যাক করে সফিউলের অবস্থান নির্ণয় করা হয়। এরপর জেলা পুলিশ ও ডিবি মিলে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন তিনি।






এ ব্যাপারে বিস্তারিত জানাতে আজ বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন।






গত শনিবার বিকালে কুমিল্লার দক্ষিণ রসুলপুর ঢুলিপাড়ার আবুল কালামের প্রথম স্ত্রী রোকেয়া বেগমের ছেলে মো. আল শফিউল ইসলাম ছোটন তার সৎ দুই ভাই মেহেদী হাসান জয় ও মেজবাউল হক মনিকে শ্বাসরোধে হত্যা করে ঢাকায় পালিয়ে যায়।






(ঢাকাটাইমস/১মার্চ/এমআর)