logo ২১ এপ্রিল ২০২৫
দক্ষিণখানে তাজা গ্রেনেডসহ বিস্ফোরক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৩৬:৪২
image



ঢাকা: রাজধানীর দক্ষিণখান থানার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কাছের একটি বাড়ি থেকে দুটি তাজা গ্রেনেডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য  উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।






রবিবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। এ সময় বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য  থানায় নিয়ে যায় পুলিশ।






ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণখানে একটি বাসা ভাড়া নিয়ে আনসারউল্লাহ বাংলা টিমের সদস্যরা জঙ্গি তৎপরতা পরিচালনা করছে তথ্য পেয়ে শনিবার রাতে সেখানে অভিযান চালানো হয়।






জাহাঙ্গীর আলম বলেন, দক্ষিণখানের সরদারপাড়া এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কাছে ২৪২ নম্বর বাড়িতে অভিযান চালানোর সময়  চতুর্থ তলার একটি দুই রুমের বাসা তলাবদ্ধ পাওয়া যায়। তালা ভেঙে ওই বাসায় ঢুকে  সেখানে দুটি তাজা গ্রেনেড, ছয়-সাত কেজি বিস্ফোরক, বোমা তৈরির তরল রাসায়নিক, বোমা তৈরির উপকরণ, বৈদ্যুতিক তার, ইলেকট্রনিক সমগ্রী পাওয়া যায়। এ ঘটনায় বাড়ির দারোয়ান শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয় বলে জানান তিনি।






সপ্তাহ খানেক আগে গত ১৯ ফেব্রুয়ারি উত্তর বাড্ডা থেকে আনসারউল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের এক বাসা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।  রিমান্ডে নেয়া ওই দুজনের তথ্যের ভিত্তিতে দক্ষিণখানে অভিযান পরিচালনা করা হয় বলে জানান ওই গোয়েন্দা কর্মকর্তা।






(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এএ/মোআ)