কলাপাড়ায় শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৫৫:৫০
পটুয়াখালী: জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের শ্রমিক লীগ কর্মী আব্দুল মন্নান গাজীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল ৮টার দিকে ওই ইউনিয়েনের পূর্ব আলীপুর একটি বিল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাকে হত্যা করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)