logo ২২ এপ্রিল ২০২৫
গৃহকর্মীকে লাগাতার ধর্ষণ-গর্ভপাত, মামলা
ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৫৫:৫১
image



ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে কোটিপতি ব্যবসায়ী, বিএনপি নেতা কবির জমাদ্দারের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার ঝালকাঠি আদালতে ওই গৃহকর্মী এ মামলা করেন। আদালত নালিশি মামলাটি সরাসরি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য নলছিটি থানার ওসিকে নির্দেশ দেন।






মামলার বিবরণ ও ধর্ষিতা গৃহকর্মীর জবানবন্দি থেকে জানা যায়, চার বছর আগে নলছিটির শুকতাঁরা ব্রিকফিল্ডের মালিক কোটিপতি কবির জমাদ্দারের বাড়িতে কাজ নেয় ওই গৃহকর্মী।  তাকে পড়াশোনার সুযোগ দেয়ার কথা বলে কাজ দেন ওই ব্যবসায়ী। ওই গৃহকর্মী তালতলা ইলেন ভুট্টো বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি ওই বাড়িতে কাজ করতো। এ সময় তার ওপর লোলুপ দৃষ্টি পড়ে গৃহকর্তা কবিরের। এক পর্যায়ে তাকে দিনের পর দিন ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।






কিশোরী গৃহকর্মী জানায়, দীর্ঘদিন ধরে ধর্ষণের কারণে সে অন্তঃসত্তা হয়ে পড়লে কবির ছোট স্ত্রী পারুল বেগমের সহযোগিতায় দুইবার তার গর্ভপাত ঘটায়। এক পর্যায়ে ওই গৃহকর্মী বাড়িতে চলে যেতে চাইলে নানা ভয়-ভীতি দেখিয়ে তাকে আটকে রাখে। এমনকি তার বাবাকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেয়ার ভয়ও দেখায়।






(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)