বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রী ধর্ষণ
গফরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৫৬:১৬

গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিবগঞ্জ হুরমত উল্লাহ কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রাওনা ইউনিয়নের শিবগঞ্জ বাজার সংলগ্ন মোবাইল ফোন অপারেটর কোম্পানি এয়ারটেল টাওয়ারের একটি কক্ষে।
এ ঘটনায় রবিবার দুপুরে ধর্ষিতার বড় ভাই মোতালেব বাদী হয়ে ধর্ষক নজরুল, তার বাবা আয়ুব আলী ও ভাই হাবিবকে আসামি করে গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ধর্ষক নজরুল ইসলাম রাওনা গ্রামের আয়ুব আলীর ছেলে। এদিকে ধর্ষিতা কলেজ ছাত্রী ধর্ষকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষক নজরুল ইসলাম (২৪) দীর্ঘদিন যাবত নাছিমাকে কলেজে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। শনিবার সকালে ওই কলেজ ছাত্রী কোচিং সেন্টারে যাওয়ার পথে নজরুল তাকে কৌশলে শিবগঞ্জ বাজার সংলগ্ন এয়ারটেল টাওয়ারের একটি কক্ষে নিয়ে অস্ত্রের মুখে জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করে।
নজরুল ওই একটেল টাওয়ারে নৈশ প্রহরী হিসেবে কর্মরত। পরে কলেজ ছাত্রীর স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় ধর্ষক নজরুল ওই দিনই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিলে তাকে ছেড়ে দিয়ে বিয়ের প্রস্তুতি নিতে বলা হয়। পরে নজরুলের পরিবারের লোকজন তাকে অন্যত্র সরিয়ে ফেলে। এ অবস্থায় গত শনিবার রাত থেকে ধর্ষিতা কলেজ ছাত্রী নজরুলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করে আসছে।
ধর্র্ষিতার অভিযোগ গফরগাঁও থানার উপ-পরিদর্শক খলিলুর রহমান আসামি আয়ুব আলী ও হাবিবকে হাতে নাতে ধরলেও মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দিয়েছে।
উৎকোচ গ্রহণের অভিযোগ অস্বীকার করে উপ-পরির্দশক খলিলুর রহমান বলেন, নজরুল ওই মেয়ের সাথে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে শনিবার ওই ছাত্রীকে ডেকে নিয়ে টাওয়ারের একটি কক্ষে ধর্ষণ করে। স্থানীয় লোকজন এ ঘটনায় বিয়ের আয়োজন করলে ধর্ষক পালিয়ে যায়।
(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)