স্বর্ণ চোরাচালানের নতুন ট্রেন্ড
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:১২:১৩

ঢাকা: স্বর্ণ চোরাচালানে নতুন একটি ট্রেন্ড শুরু হয়েছে। আগে এখানে সেখানে করে স্বর্ণ চোরাচালান করা হলেও সম্প্রতি পেটের ভেতর করে স্বর্ণ চোরাচালানের নতুন ট্রেন্ড শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা একজন যাত্রীর ভেটের ভেতর থেকে ১৫ টি স্বর্ণের বার বিশেষ প্রক্রিয়ায় উদ্ধার করা হয়।
গোপনসূত্রে খবর পেয়ে শুল্ক গোয়েন্দারা আগে থেকেই বিমানবন্দরে তৎপর হয়ে উঠে।এক পর্যায়ে কুমিল্লার দাউদকান্দির রোমান তালুকদার নামের ঐ যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়।
প্রথমে তিনি অস্বীকার করলেও পরে তার পাকস্থলির এক্সরে করা হয়।সেখানে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিশেষ প্রক্রিয়ায় তাকে বাথরুম করিয়ে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
হযরত শাহজালাল বিমানবন্দরের গোয়েন্দাকর্মকর্তারা বলেছেন, সম্প্রতি স্বর্ণ চোরাচালানে একটি নতুন ট্রেন্ড শুরু হয়েছে।
এর আগেও পাকস্থলিতে করে স্বর্ণ আনা হয়েছে।তবে এটি আগে ছিল না। স্বর্ণ চোরাচালানের ক্ষেত্রে এটি একটি নতুন ট্রেন্ড শুরু হয়েছে বলে মনে হচ্ছে।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে ঢাকা-০১৮৭ ফ্লাইটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে দেশে আসেন কুমিল্লার দাউদকান্দির রোমান তালুকদার। মেটাল ডিটেক্টরের স্ক্যান করে তার পেটে স্বর্ণ শনাক্ত করা হয়। তবে রোমান পেটের ভেতর কিছু থাকার কথা অস্বীকার করে। শুল্ক কর্মকর্তারা তাকে সন্ধ্যা ৬ টা থেকে রাত এগারোটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করলেও সে অস্বীকার করতে থাকে। পরে কর্মকর্তারা উত্তরার একটি হাসপাতালে নিয়ে পাকস্থলির এক্সরে করে রোমানকে রিপোর্ট দেখালে সে স্বর্ণ থাকার কথা স্বীকার করে। পরে বিশেষ প্রক্রিয়ায় তাকে বাথরুম করিয়ে তার পেট থেকে ১৫ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
(ঢাকাটাইমস/১০ফেব্রয়ারি/ইএস/এআর/ঘ.)