বোনজামাইয়ের বিরুদ্ধে সেই কিশোরী মায়ের ধর্ষণ মামলা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:২৯:১৯

ঢাকা: রাজধানীর বেইলি রোডে জন্মের পরপরই নবজাতককে ছয় তলা থেকে ছুড়ে ফেলা সেই কিশোরী মা বিউটি আক্তার (১৬) তার বোনজামাই নীরবের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে।
রাজধানীর রমনা থানায় মঙ্গলবার মামলাটি করে বিউটি। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বুধবার এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে বিউটি অভিযোগ করে, কুমিল্লায় বোনের বাসায় বেড়াতে গেলে সেখানে বোনজামাই নীরব তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক গড়ে। এরপর সে গর্ভধারণ করে। ১ ফেব্রুয়ারি সন্তান জন্ম হওয়ার পর সামাজিক লজ্জার ভয়ে নবজাতককে বাড়ির বারান্দা থেকে ফেলে দেয় সে।
বিউটি বর্তমানে তেজগাঁও থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে চিকিৎসাধীন। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১ ফেব্রুয়ারি দুপুরে বিউটি আক্তার সন্তান জন্ম দেয়ার পর নবজাতককে পলিথিনে মুড়িয়ে ছুড়ে ফেলে ছয় তলা থেকে। কিন্তু দোতলার সানশেডে শিশুটি আটকে যায়। পরে পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় বিউটিকে উদ্ধার করে। বিউটি ওই বাসার গৃহকর্মী।
বিউটির গৃহকর্তা ঘটনার দিন জানান, তারা বিউটির অন্তঃসত্ত্বার বিষয়টি কখনো বুঝতে পারেননি।
(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/মোআ)