চুয়াডাঙ্গায় অ্যাসিডে পুড়িয়ে যুবককে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
০৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:২৬:৪৫
চুয়াডাঙ্গা : জেলার দামুড়হুদা উপজেলায় অ্যাসিড দিয়ে পুড়িয়ে অজ্ঞাত এক যুবককে (৩০) হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে উপজেলার লোকনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের পাশের মাঠের আখ ক্ষেতক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে মাঠে কাজ করার সময় কয়েকজন কৃষক একটি আখক্ষেতে অজ্ঞাত এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ দুপরে লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন জানান, অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে অ্যাডিস দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তার পরনে সাদা রংয়ের জিন্সের প্যান্ট ও গায়ে ফুলহাতা গেঞ্জি।
(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)