logo ২২ এপ্রিল ২০২৫
জুয়া খেলায় বাধা দেয়ায় পিটিয়ে জখম
লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
০৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৪৭:৫৯
image



লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উদমারা গ্রামে রাধা গোবিন্দ মন্দিরের পাশে জুয়া খেলায় বাধা দেয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে জুয়াড়িরা।






আজ শনিবার বিকালে এ ঘটনায় ঘটে। এ নিয়ে রায়পুর থানায় লিখিত অভিযোগ করা হয়। আহত মন্দির পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সুনীল বরণ অধিকারী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।






লিখিত অভিযোগ সূত্র জানায়, উদমারা গ্রামের ওই মন্দিরের পাশে স্থানীয় প্রভাবশালী আবুল খায়ের ফরাজী লোকজন নিয়ে প্রতিদিন জুয়ার আসর বসান। ঘটনার সময় তারা জুয়া খেলতে বসলে সুনীল বরণ অধিকারী বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আবুল ফরাজী তাকে মারধর করেন। এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আহতের ছেলে মহানন্দ অধিকারী।  ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।






এ ব্যাপারে আবুল খায়ের ফরাজী ঢাকাটাইমসকে বলেন, সেখানে জুয়া নয়, টোয়েন্টি নাইন খেলা হয়। সেটি নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে।  ঘটনাটি সমাধান হয়ে গেছে।






রায়পুর থানার ডিউটি অফিসার ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়াহিয়া ঢাকাটাইমসকে বলেন, লিখিত অভিযোগটি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।






(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)