logo ২২ এপ্রিল ২০২৫
ঘুমন্ত নারীকে গলা কেটে হত্যা
রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
০৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৫২:২৩
image



রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার মাইপাড়া এলাকায় ঘুমিয়ে থাকা অবস্থায় শাহনাজ বেগম নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।






শাহনাজ মাইপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী।






জানা গেছে, রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন শাহনাজ। এ সময় কে বা কারা ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যার পর পালিয়ে যায়।






পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নিহত শাহনাজের কোনো সন্তান ছিল না। ঘটনার পর থেকে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।






(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এমআর)