আ.লীগ নেতা মুরাদকে দুদকের জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:১৫:১২

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাকান গ্রুপের চেয়ারম্যান শাহে আলম মুরাদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১ ফেব্রুয়ারি তাকে তলবি নোটিশ পাঠায় দুদক। দুদকের উপপরিচালক শেখ আবদুস ছালাম স্বাক্ষরিত নোটিশটি মুরাদের মাকান গ্রুপের অফিসের ঠিকানায় (১৭৪/৬/১, গ্রিন রোড, চতুর্থ তলা) পাঠানো হয়।
নোটিশে ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় তাকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও তলব নোটিশে জানানো হয়।
অভিযোগ রয়েছে, শাহে আলম মুরাদ জোর করে মাকান গ্রুপের চেয়ারম্যান হয়েছেন। ডিজনী ডিজাইন অ্যান্ড ডেভেলপার হঠাৎ করেই মুরাদ দখল করে নিয়েছেন। এছাড়া নামে বেনামে তার বিপুল পরিমাণ সম্পদ আছে বলে দুদকে আসা অভিযোগে উল্লেখ রয়েছে।
তবে দুদকের পাঠানো ওই চিঠিতে ‘শাহে আলম মুরাদ’-এর নাম ‘শাহ আলম মুরাদ’ লেখা হয়েছে।
শাহে আলম মুরাদ দীর্ঘদিন থেকে মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। এর আগে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এমআর)