যুবকের হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা
বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
১২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৫০:০৯
বগুড়া: বগুড়া শহরে বৃহস্পতিবার মধ্যরাতে রাশেদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের দুই হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
জানা যায়, বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সামনে শিক্ষার্থী ছাউনীতে বসেছিল রাশেদুল ও রাজিব। এ সময় একদল দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে এবং রাশেদুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এতে রাশেদুলের দুই হাত-পায়ের রগ কেটে যায় এবং শরীরে রামদার আঘাতের চিহ্ন দেখা যায়।
হামলার সময় রাজিব তাকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় দু’জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাশেদুলের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
বগুড়া সদর থানার ওসি আবুল বাশার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের ধরতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।
(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/জেবি)