শাহজালালে যাত্রীর দেহে আড়াই কেজি স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:২৮:৪৬
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর দেহে তল্লাশি চালিয়ে আড়াই কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা শুল্ক গোয়েন্দা বিভাগ। মো. ইব্রাহীম (২২) নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ঢাকা শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, আটক ইব্রাহীম সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মালয়েশিয়া থেকে বিজি-১৮৭ ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দরে আসেন। তার দেহে তল্লাশি করে দুই কেজি ৬০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য এক কোটি ৬০ লাখ টাকা।
(ঢাকাটাইমস/১১ ফেব্রুয়ারি/এএ/মোআ)