বিকাশের দুই এজেন্টকে গুলি করে ১৩ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৪০:৪৪
ঢাকা: রাজধানীর কাফরুলে বিকাশের দুই এজেন্টকে গুলি করে ১৩ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা।
শনিবার সকাল ১১টার দিকে কাফরুল থানা এলাকার ১৪ নম্বর সেকশনের স্টাফ কলেজের বিপরীত গলিতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- নরসিংদীর মনোহরগঞ্জ জনাব আলীর ছেলে মো. মোশাররফ হোসেন ও কুড়িগ্রামের নাগেশ্বরী থানার রফিকুল আলমের ছেলে মো. আল আমিন।এদের মধ্যে মোশাররফের শরীরে পাঁচটি ও আলামিনের শরীরে একটি গুলি লেগেছে।
গুলিবিদ্ধরা জানান, সকালে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তাদের সামনে এসে গুলি করে মোশাররফের কাছ থেকে ৮ লাখ ও আল আমিনের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহতদের স্থানীয় একটি হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মঈনউদ্দিন জানিয়েছেন।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এএ/এমআর)