logo ২২ এপ্রিল ২০২৫
গ্রেপ্তার স্বামীকে দেখতে গিয়ে ধর্ষণের শিকার
লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৫৬:৪৩
image




লক্ষ্মীপুর: জমিসংক্রান্ত মামলায় গ্রেপ্তার স্বামীকে দেখতে থানায় গিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে লক্ষ¥ীপুরের কমলনগরে।



শনিবার দুপুরে এ ঘটনায় বাদী হয়ে উপজেলার তোরাবগঞ্জ এলাকার হাফিজ উল্যার ছেলে আবুল কালামের (৩০) এর বিরুদ্ধে কমলনগর থানায় একটি মামলা করেন ওই গৃহবধূ।



নির্যাতনের শিকার ও গৃহবধূ জানান, জমিসংক্রান্ত একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তার স্বামী সাহাব উদ্দিনকে পুলিশ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে গ্রেপ্তার করে। খবর পেয়ে রাতেই তিনি স্বামীকে দেখতে থানায় আসেন। স্বামীর সঙ্গে দেখা করে থানা থেকে বাসযোগে তিনি করইতলা বাজারে যান। সেখান থেকে রাত ১১টার দিকে রিকশাযোগে তিনি বাড়িতে আসার পথে রিকশাচলক আবুল কালাম রাস্তার পাশের একটি খালপাড়ে নিয়ে তাকে ধর্ষণ করে।



কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আবুল কালামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)