ফেনসিডিলসহ স্কুলছাত্রী আটক
মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:০৪:০৩
মানিকগঞ্জ : জেলার সাটুরিয়ায় গোলড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ এক স্কুলছাত্রীকে আটক করেছে পুলিশ। আটক ছাত্রীর নাম মুরশিদা মেজবাহ (১২)।
সোমবার সকাল ৭টার দিকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস থেকে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে আটক করা হয়।
আটক মেজবাহ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুলা গ্রামের এস এম মেজবাহ উদ্দিনের মেয়ে। সে ওই বাসে করে ঢাকা আসছিল।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।