logo ২২ এপ্রিল ২০২৫
গলা টিপে গৃহবধূকে হত্যা
দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:২০:১০
image



দিনাজপুর: দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় নাজমা বেগম নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।






শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বলগাড়ী এলাকার একটি বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।






নিহত নাজমা ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী এলাকার মো. রুবেলের স্ত্রী।






ঘোড়াঘাট থানার পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার জুমার নামাজের আগে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।






এক পর্যায়ে রুবেল তাদের শোবার ঘরে নাজমাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।






(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)