logo ২২ এপ্রিল ২০২৫
ফেসবুকে অর্থ আত্মসাতের অভিযোগে তিন বিদেশিসহ আটক ৫
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৫৭:১৫
image



ঢাকা: ফেসবুকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে তিন বিদেশিসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। তাদের মধ্যে তিনজন নাইজেরিয়ার নাগরিক।






মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বুধবার দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া ‌উইংয়ের উপপরিচালক মেজর রুম্মান মাহমুদ জানান।



মেজর রুম্মান  জানান, এ চক্রটি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।



(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/মোআ)