রিকশাচালককে ছুরিকাঘাত করে ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:০৩:২৪
ঢাকা: রাজধানীর দয়াগঞ্জে এক রিকশাচালককে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে গেছে দুর্বত্তরা। মধু বিশ্বাস (৪০) নামের ওই রিকশাচালক এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ বুধবার ভোরে শক্তি ঔষধালয় গলিতে এ ঘটনা ঘটে।
রিকশা চালক মধু বিশ্বাস (৪০) জানান, তিনি গেণ্ডারিয়ার ধূপখোলা এলাকায় থাকেন। সকালে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে তিনি বাসা থেকে বের হন। এ সময় শক্তি ঔষধালয় গেটে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা তিন হাজার টাকা ও মোবাইলফোন নিয়ে যায়। পরে তাকে আরেক রিকশাচালক ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/জেবি)