logo ২২ এপ্রিল ২০২৫
ফুচকার লোভ দেখিয়ে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০৮:৪৯:৫৪
image



ঢাকা: ফুচকা খাওয়ানোর লোভ দেখিয়ে রাজধানীর দক্ষিণখানে একটি বাসায় এক কিশোরীকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।






গ্রেপ্তাররা হলো- আবদুর রহমান স্বাধীন (১৮), আবদুর রহমান সজীব (১৮), আরিয়ান (১৯), মো. নাজমুল হুদা শাওন (২৮) ও শাকিল (২৮)।






ওই কিশোরী গতকাল রবিবার দুপুরে থানায় এসে অভিযোগ করেছে বলে জানান দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) শেখ রোকনুজ্জামান।






তিনি জানান, ৪০ নম্বর মুক্তিযোদ্ধা রোডের একটি বাসায় ধর্ষণের ঘটনা ঘটেছে বলে ওই কিশোরী জানায়। সে বাদী হয়ে মামলা করার পর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।






ধর্ষণে জড়িত আরও দুজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।






ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।






দক্ষিণ খান থানার ওসি সৈয়দ লুৎফর রহমান বলেন, এক বন্ধু ফুচকা খাওয়ানোর কথা বলে কিশোরীটিকে ওই বাড়িতে নিয়েছিল।






(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ/জেবি)