মনোনয়ন না পেয়ে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
২০ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:১২:৫০
সাতক্ষীরা: জেলার আশাশুনিতে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ইউপি চেয়ারম্যানসহ ৭ জনকে কুপিয়ে জখম করেছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আশাশুনির মহিশকুড় বাজারে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় ছিলেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান আবুহেনা সাকিল মনোনয়ন পান। এতে নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়। এর জের ধরে নূর মোহাম্মাদের নেতৃত্বে তার লোকজন শনিবার বেলা সাড়ে ১১টায় ইউপি চেয়ারম্যান সাকিল ও তার ছেলে সরোয়ার রায়হানের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ইউপি চেয়ারম্যান সাকিলসহ প্রায় ৭ জন আহত হয়। আহতদের মধ্যে ইউপি চেয়ারম্যান ও তার ছেলে সরোয়ারসহ ৪ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাদুজ্জানার মুন্সি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)