অর্ধশতাধিক ককটেলসহ দুই শিবির নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ২২:২৪:০৮
ঢাকা: রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগের একটি বাসায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক ককটেল, চারশ বইসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আবদুর রহিম ও মো. শফিউদ্দিন। মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. মাসুদ ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মধ্য পীরেরবাগের ৮৫/৪ নম্বর বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫৫টি ককটেল, ৪০০ জিহাদি বই, ইলেকট্রনিক ডিভাইস, চাঁদা আদায়ের রশিদ ও আনুসঙ্গিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা দুজনেই ঢাকা কলেজের ছাত্র ও শিবিরের সক্রিয় সদস্য। তারা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেলগুলো সংগ্রহ করেছিলেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূইঁয়া মাহবুব হাসানের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এএ/জেবি)