logo ২২ এপ্রিল ২০২৫
সাভারে ৩ শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সাভার প্রতিনিধি, ঢাকাটাইমস
২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৫০:৪২
image



সাভার (ঢাকা) : সাভারের জামসিং এলাকায় ক্রিকেট খেলা নিয়ে তিন স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের খেলোয়াররা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।






বৃহস্পতিবার রাত ৮টার দিকে জামসিং এলাকার জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি এলাকায় এই ঘটনা ঘটে।






আহতদের একজন রাকিব জানায়, মাসখানেক আগে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব হয় তাদের এলাকার কামরুল ইসলাম ও বাবুর সাথে। এঘটনার জেরে গতকাল রাতে তারা বন্ধুরা মিলে জাহাঙ্গীরনগরের হাউজিং সোসাইটিতে বেড়াতে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় কামরুল ও বাবুর লোকজন। এ সময় জিন্নাত আলী হাইস্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাগর, দশম শ্রেণীর শিক্ষার্থী আলামিনসহ তাকে হাতে ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।






আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এনাম মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক অর্থপেডিক সার্জন হাসানুজ্জামান রিপন।






আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।






এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকারিয়া জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে দোষীদের আটকের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)