ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:২৬:৪১
ঢাকা: পুরান ঢাকার বংশাল এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তার নাম মো. ইউসুফ (৩৮)। রবিবার বিকালে এ ঘটনা ঘটে। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মো. ইউসুফ বলেন, চাঁদপুরের উত্তর মতলবে আমাদের ঈশা ইঞ্জিনিয়ার নামে একটি ওয়ার্কশপ রয়েছে। ওই প্রতিষ্ঠানের মালামাল কেনার জন্য আমি ঢাকায় আসি। রবিবার বিকাল চারটার দিকে বংশালের ময়লারগলি এলাকায় এলে একদল দুর্বৃত্ত আমাকে গুলি করে ব্যাগে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে বংশাল থানার পুলিশ আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
বংশাল থানার উপ-পরির্দশক (এসআই) মিজানুর রহমান ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এএ/জেবি)