logo ২১ এপ্রিল ২০২৫
পরকীয়ার জেরে স্ত্রী ও প্রেমিককে খুন
চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
০১ মার্চ, ২০১৬ ২২:৩৯:১২
image



চট্ট্রগাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার এয়াকুব নগর এলাকায় এক নারীসহ দুজন খুন হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটনা ঘটে।






নিহতরা হলেন মাকসুদুর রহমান (৩৫) ও আসমা বেগম (২৫)। মাকসুদুর সম্পর্কে আসমার খালু। ঘটনার পর থেকে আসমার স্বামী মো. হৃদয় পলাতক। তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশ জানায়।






জানা যায়, মালয়েশিয়া প্রবাসী হৃদয়ের সঙ্গে কয়েক বছর আগে আসমার বিয়ে হয়। এরপর মালয়েশিয়া গিয়েছিলেন তিনি। সম্প্রতি তিনি দেশে ফেরেন। এরই মধ্যে হৃদয়ের স্ত্রীর সঙ্গে তার খালুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি হৃদয় বাড়ি এলে অবৈধ সম্পর্কের বিষয়টি তার ১০ বছরের ছেলে আকাশ বাবাকে জানিয়ে দেয়।






এরপর থেকেই হৃদয় মানসিকভাবে ভেঙে পড়েন। মঙ্গলবার রাতে স্ত্রীকে গলাটিপে হত্যা করেন। পরে খালুকে ছুরিকাঘাত করে খুন করে পালিয়ে যান হৃদয়।






চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, রাত পৌনে ৯টার দিকে দুজনকে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।






চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার দক্ষিণ মিজানুর রহমান খান বলেন, মাকসুদুরের এক ছেলে হৃদয়কে জানায় তার বাবার সাথে আসমার (হৃদয়ের স্ত্রী) সম্পর্ক আছে। এ কথা শুনেই ঘরে গিয়ে আসমাকে গলা টিপে খুন করে হৃদয়। এরপর ঘর থেকে বেরিয়ে হৃদয় বাসার কাছেই একটি চায়ের দোকানে যায়, সেখানে মাকসুদুর বসে ছিলেন। মাকসুদুরকে ছুরিকাঘাত করেই হৃদয় পালিয়ে যায়।






তিনি জানান, হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে রাত ১০টা পর্যন্ত হৃদয়কে আটক করা সম্ভব হয়নি।






(ঢাকাটাইমস/০১মার্চ/প্রতিনিধি/এআর)