ঢাকা: রাজধানীর উত্তরা এলাকায় স্টকলডের আড়ালে মাদক ব্যবসায় করার অভিযোগে ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোম ডিসপজল ইউনিট।
মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার সময় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।
তিনি বলেন, গত রবিবার সন্ধ্যায় রাজধানীর দারুসসলাম টাওয়ারের ক্যালকাটা ড্রাইক্লিনার্সের সামনে অভিযান চালিয়ে ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- মূলহোতা নবীর হোসেন ওরফে ভুট্রো, মো. আরিফুল ইসলাম হাসান,মিঝু হোসেন ওরফে হোসেন,মো, শরিফ শিকদার, ওরফে আব্বাস, মো. ইয়াছিন, মো. মনিরুজ্জামান, ওরফে মনির, মো. হামিদুল, মো. রায়হান ফরাজী এবং স্টকলড ব্যবসায়ী মো. তাকবির মুরাদ ওরফে মামুন, ও মো. ওবায়দুল্লাহ। এ সময় তাদের কাছ থেকে মাদক পাচারে ব্যবহৃত দুইটি প্রাইভেটকার ও ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মো. মনিরুল ইসলাম বলেন, কাউন্টার টেরোরিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও যে কোন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে। মিয়ানমারের তৈরি করা ইয়াবা ও ভারতীয় ফেনসিডিল দেশে কিভাবে প্রবেশ করছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, তিনজন ব্যক্তি মিয়ানমার থেকে মাছ ধরার ট্রলারে ইয়াবা তুলে দেয়। ওই ইয়াবা কক্সবাজার থেকে খালাস করত নবীর হোসেন ওরফে ভুট্রো, মোহাম্মদ আলী ও সোহেল মিয়া। তারা বড় বড় পরিবহনের মাধ্যমে ঢাকায় এনে মিঝু হোসেন, শরিফ শিকদার ও হামিদুলদের কাছে পাইকারি বিক্রি করত। তাকবির ও ওবায়দুল্লাহ স্টক ব্যবসার আড়ালে ইয়াবার পাইকারি ও খুচরা হিসেবে বাংলাদেশে বিভিন্ন এলাকায় বিক্রি করত। তাদের বিরুদ্ধে দারুসসালাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার শেখ নাজমুল আলম, দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ, পূর্ব বিভাগের উপ-কমিশনার এসএম মাহবুব আলম, পশ্চিম বিভাগের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান ও গণমাধ্যম বিভাগের উপ-কমিশনার মো. মারুফ হাসান সরদার।
(ঢাকাটাইমস/১ মার্চ/এএ/জেডএ)