logo ২১ এপ্রিল ২০২৫
৭০ হাজার পিস ইয়াবাসহ আটক ১০
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ মার্চ, ২০১৬ ১০:১৮:০২
image



ঢাকা: রাজধানীর দারুস সালাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ১০জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।






সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়। আটকদের মধ্যে ইয়াবা ডিলার ভুট্টোর নাম জানা গেছে। বাকিদের নাম জানা যায়নি।






সকালে ডিবি থেকে মোবাইলে পাঠানো এক খুদেবার্তায় জানানো হয়েছে, রাতে দারুস সালাম এলাকায় দুটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করে ডিবি সদস্যরা। এ সময় মাদক ব্যবসায়ী ভুট্টো ও তার নয় সহযোগীকে আটক করা হয়।






মঙ্গলবার সকাল ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।






(ঢাকাটাইমস/১মার্চ/এএ/এমআর)