বিপুল পরিমাণ জাল সনদ উদ্ধার, গ্রেপ্তার ১০
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৪৪:১১
ঢাকা: রাজধানীর নীলক্ষেত ও ধানমন্ডি এলাকা থেকে বিপুল পরিমাণ জাল সনদসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ২।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক দুইটি অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল সনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আবদুস সামাদ, মো. মুজাহিদ, মো. নিয়ামত, মো. সোহাগ, আবদুস সালাম, মো. মোস্তফা, মো. আজগর আলী, মো. নাঈম, মো. রাজু ও মো. রাশেদ।
র্যাব-২ এর অপারেশন কমান্ডার মেজর আতাউর রহমান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে সোমবার দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তিন ঘণ্টা ধরে রাজধানীর নীলক্ষেতের বাক্কুশা মার্কেটে অভিযান করা হয়। পরে ধানমন্ডির কেয়ারী প্লাজায় অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/এএ/জেবি)