মানবপাচারকারী চক্রের ৮ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:২০:৩৪
ঢাকা: ঢাকা, যশোর ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের আট সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্যরা।
রবিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া জানিয়েছেন।
তিনি আরও জানান, এ সময় পাচার চক্রটির শিকার চার ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এবং বেশ কিছু পাসপোর্ট জব্দ করা হয়েছে।
বিকাল তিনটায় র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে মিজানুর রহমান জানান।
(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/এমআর)