logo ০৪ আগস্ট ২০২৫
শাহজালালে এক হাজার ভুয়া এটিএম কার্ড জব্দ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ মার্চ, ২০১৬ ১৩:৫৮:২৪
image



ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার ভুয়া এটিএম কার্ড জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ বুধবার দুপুরে কার্ডগুলো জব্দ করা হয়।






শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, হংকং থেকে থাই এয়ার ওয়েজের মাধমে কার্ডগুলো ডিএইচএল কুরিার সার্ভিসে  বাংলাদেশে আসে। কার্ডগুলো দেশে আনার বৈধ কোনো কাগজ পাওয়া যায়নি।






তিনি জানান, ধারণা করা হচ্ছে অসৎ উদ্দেশ্য এগুলো দেশে আনা হয়েছে।  এর  বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।






(ঢাকাটাইমস/০২মার্চ/এএ/জেবি)