logo ২১ এপ্রিল ২০২৫
আগারগাঁওয়ে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ মার্চ, ২০১৬ ১৬:৩০:৫৬
image




ঢাকা: রাজধানীর আগারগাঁও এলাকার তালতলায় বিকাশকর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকাশের সিকিউরিটি ইনচার্জ সাঈদুর রহমান আহত হয়েছেন। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে।



শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) নিপেন ঢাকাটাইমসকে বলেন, শনিবার বেলা আড়াইটার সময়  আগারগাঁও তালতলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও মহিলা কলেজের সামনে একটি মাইক্রোবাসে করে টাকাসহ বিকাশের তিনজন কর্মী যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা এসে মাইক্রোবাসটির গতিরোধ করে। মাইক্রোবাসের ড্রাইভারের সঙ্গে সিএনজিচালিত অটোচালকের বাকবিতণ্ডা হয়। এ সময় দুটি মোটরসাইকেলে করে  ছয়জন দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি করে বিকাশকর্মীদের কাছে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।







ছিনতাইকারীদের গুলিতে বিকাশের সিকিউরিটি ইনচার্জ সাঈদুর রহমান আহত হন। তার  পায়ে রাউন্ড গুলি লাগে। সাইদুর ছাড়াও রাজু হাসান, ফারুখ হোসেন ও মাইক্রোবাসের ড্রাইভার মো. বাবু নামের বিকাশকর্মীও গাড়িতে ছিলেন। তাদের মধ্যে রাজু হাসান আহত হন।



(ঢাকাটাইমস/৫মার্চ/এএ/জেডএ)