নওগাঁ: নওগাঁর রাণীনগরে ধর্ষণের প্রতিকার চাওয়ায় এক প্রতিবন্ধী নারীর বাড়িতে হামলা চালিয়ে মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িত থাকার দায়ে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষিতাকে মেডিক্যাল চেকআপে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত অনুমানিক সাড়ে ১০টার দিকে পারইল-বিশা দক্ষিণ পাড়া গ্রামের জনৈক ব্যক্তির বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে (৩৫) একা পেয়ে একই গ্রামের কছিম উদ্দীন ওরফে বাচ্চুর ছেলে ফরিদ উদ্দীন (৩২) শয়ন কক্ষে ঢুকে ধর্ষণ করে। এসময় মেয়ের চিৎকারে লোকজন ছুটে এসে ফরিদকে হাতে-নাতে আটক করে। আটক ফরিদ মারপিট করে পালিয়ে যায়। বিষয়টি গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা বিরাজ করে।
শনিবার মেয়ের অভিভাবকরা গ্রামের মাতাব্বরদের কাছে প্রতিকার চাইলে ধর্ষকের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওই রাতেই ধর্ষিতার বাড়িতে হামলা চালিয়ে দুজন মহিলাকে মারপিট করে এবং রান্না ঘর ও একটি গোয়াল ঘর ভাঙচুর করে। এঘটনায় মেয়ের ভাই বাদী হয়ে রবিবার রাতে ফরিদুলকে প্রধান করে ৪ জনের নাম উল্লেখসহ আরও জ্জ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রাতেই ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে জহুরুল হোসেন (২৬) মৃত মফিজ উদ্দীনের ছেলে কছিমউদ্দীন (৬০) ও বেলাল হোসেন (৫০) কে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (এসআই) শফি জানান, হামলাকারীরা বাড়ির কিছু অংশ ভাঙচুর করেছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/৭মার্চ/প্রতিনিধি/ইএস)