চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার
চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
১১ মার্চ, ২০১৬ ০৯:০১:৫৭
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় সিরাজুল ইসলাম সিরাজ (৩২) নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে দর্শনা-আকুন্দবাড়িয়া সড়কের দর্শনা ফিলিং স্টেশনের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩ বোতল ফেন্সিডিল।
গ্রেপ্তার ভুয়া সাংবাদিক সিরাজুল ইসলাম সিরাজ দামুড়হুদা উপজেলার দর্শনা আজিমপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দর্শনা আকুন্দবাড়িয়া সড়কের দর্শনা ফিলিং স্টেশনের কাছ থেকে সিরাজুল ইসলাম সিরাজকে আটক করা হয়। এ সময় তার পকেট থেকে উদ্ধার করা হয় ৩ বোতল ফেন্সিডিল।
স্থানীয় বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, আটকের পর সিরাজ নিজেকে চুয়াডাঙ্গার বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে তাকে ছেড়ে দেবার জন্য পুলিশকে হুমকি ধামকি দিতে থাকে।
(ঢাকাটাইমস/১১মার্চ/প্রতিনিধি/এলএ)