চাঁদা তোলা বন্ধ করায় প্রজন্ম লীগ নেতাকে পিটিয়ে জখম
সাভার প্রতিনিধি, ঢাকাটাইমস
১২ মার্চ, ২০১৬ ০৯:১২:১০
সাভার: সাভারে অটোরিকশা থেকে চাঁদা তোলা বন্ধ করে দেয়ায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মাহাবুব সরকারকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাহবুবু জানান, কয়েকদিন থেকে পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ডে অটোরিকশা থেকে চাঁদা আদায় করে আসছিল রাসেল, সবুজসহ বেশ কয়েকজন সন্ত্রাসী। পরে তিনি চাঁদা তোলা বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল নতুনপাড়া এলাকায় সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এছাড়া তার সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/১২মার্চ/প্রতিনিধি/এমআর)