বাসায় ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ মার্চ, ২০১৬ ১১:৫০:১৯
ঢাকা: রাজধানীর টোলারবাগে বাসায় ঢুকে লুৎফুল বারী (৪২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে টোলারবাগের ২/২/৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। আহত লুৎফুল বারী একজন সফটওয়্যার ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়, হামলার শিকার লুৎফুল বারী ডাকাত বলে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। এর মধ্যে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
লুৎফুল বারীর বুকের দুই পাশ, ঘাড় ও ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
(ঢাকাটাইমস/১৩মার্চ/জেবি)