রামপুরায় গুলি করে টাকা ছিনতাই, দোকানকর্মী খুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ মার্চ, ২০১৬ ১৭:৫২:১৬
ঢাকা: রাজধানীর রামপুরার হাজিপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইসমাইল হোসেন (৩০) নামের এক দোকানকর্মী মারা গেছেন। এ সময় তার কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুট হয়েছে।
রবিবার বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
ইসমাইলের বাড়ি রমনা এলাকার মধুবাগের ১ নম্বর সড়কে। তিনি রামপুরার ডিআইটি রোডের একটি স্যানিটারি দোকানে চাকরি করতেন।
ইসমাইলের ভাতিজা রাজু সাংবাদিকদের বলেন, রবিবার বেলা পৌনে তিনটার দিকে ইসমাইল হাজিপাড়া আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে তার দোকানের ২ লাখ ৯০ হাজার টাকা তুলে পাশের ডাচ-বাংলা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। হাজিপাড়া নতুন রাস্তার মোড়ের সামনে গেলে চার-পাঁচজন সশস্ত্র যুবক তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা ইসমাইলের বুকে গুলি করে টাকা ছিনিয়ে নেয়।
রমনা থানার উপপরিদর্শক জুয়েল মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/১৩মার্চ/মোআ)