আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ৭ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ মার্চ, ২০১৬ ১১:১৮:৫৬
ঢাকা: আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) সদস্যরা।
শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাবের পক্ষ থেকে মোবাইলে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
আটকরা দীর্ঘদিন ধরে সুদান ও লিবিয়ায় মানবপাচার করে আসছিল বলে র্যাব জানিয়েছে।
শনিবার সকাল ১১টায় র্যাব-৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
(ঢাকাটাইমস/১৯মার্চ/এএ/এমআর)