বান্দরবানে ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা
বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
২১ মার্চ, ২০১৬ ০৯:৪৮:৪০
বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেংগ্যা ইউনিয়ন পরিষদের জেএসএসের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শান্তি ত্রিপুরাকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোরে গালেংগ্যা পাড়ার বাড়ি থেকে অপহরণ করে জঙ্গলে নিয়ে গুলি করে হত্যা করা হয় তাকে। অপহরণের সময় তার বাড়িতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
হত্যাকাণ্ডের ঘটনাস্থল দুর্গম জঙ্গল এলাকায় সকাল ৮টায় লাশ উদ্ধারসহ প্রকৃত ঘটনা জানার জন্যে পুলিশ সদস্যরা রওয়ানা হয়েছে বলে জানান রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুর রহমান।
(ঢাকাটাইমস/২১মার্চ/এলএ)