শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ মার্চ, ২০১৬ ১৩:০৪:২৬
ঢাকা: রাজধানীর অদূরে কেরানীগঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নামাপাড়া এলাকা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ওই কিশোর ও নির্যাতিত শিশুটির পরিবার একই বাড়িতে ভাড়া থাকে। শুক্রবার ছেলেটি বাড়ির একটি বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে কিশোরটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে শনিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এ ঘটনায় শিশুটির বাবা শনিবার ওই কিশোরকে আসামি করে থানায় মামলা করে। পরে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
(ঢাকাটাইমস/২০মার্চ/জেবি)