আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ মার্চ, ২০১৬ ১৪:১০:২৬
ঢাকা: আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২। তার নাম জাহাঙ্গীর আলম মিন্টু। আজ বুধবার সকালে তাকে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭৪টি পাসপোর্ট, ১০টি ভিসাযুক্ত পাসপোর্টের ফটোকপি, ১৮টি ভিসার ফটোকপি উদ্ধার করা হয়।
র্যাব-২ এর এর অধিনায়ক খন্দকার গোলাম সরোয়ার বলেন, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম মিন্টু সক্রিয় আন্তর্জাতিক মানবপাচারকারী দলের সদস্য। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায়। তিনি থাকেন রাজধানীর শাজাহানপুরে। জাহাঙ্গীর আলম নামের তার এক সহযোগী উগান্ডায় থাকেন। এ ব্যাপারে বুধবার বিকাল তিনটার সময় র্যাব-৩ এর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
(ঢাকাটাইমস/২৩মার্চ/এএ/জেবি)