পাসপোর্ট দালাল চক্রের ২৪ সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ মার্চ, ২০১৬ ২০:২৩:৪০

ঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) সদস্যরা মঙ্গলবার রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ২৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। পরে তাদেরকে র্যাবের পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।
গ্রেপ্তারকৃতরা পার্শ্ববর্তী সোনালী ব্যাংকে টাকা জমা দেয়ার লাইনে দাঁড়ানো পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমা, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি ২০০০-৬০০০ টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য প্রলুব্ধ ও বিরক্ত করছিল বলে জানায় র্যাব।
তারা অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে পাসপোর্ট প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এবং কখনো কখনো অনেক হয়রানির পর পাসপোর্ট প্রদান, অনেক সময় পাসপোর্ট প্রদান না করে প্রতারণা করে আসছিল।
র্যাব-২, ঢাকা-এর সহকারী পরিচালক এএসপি শহিদুল ইসলামের নেতৃত্বে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের পরিচালনায় একটি বিশেষ অভিযানিক দল রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়।
(ঢাকাটাইমস/২২মার্চ/এএ/জেবি)