logo ২১ এপ্রিল ২০২৫
কৃষ্ণকলির গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু, স্বামী আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ মার্চ, ২০১৬ ১৮:০১:০৩
image



ঢাকা: সংগীতশিল্পী কৃষ্ণকলির গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী খালিকুর রহমানকে আটক করেছে পুলিশ।






কৃষ্ণকলির আগারগাঁয়ের তালতলার বাসায় জান্নাত আক্তার শিল্পী নামের ওই গৃহকর্মীর মৃত্যু হয়।






ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, খালিকুর রহমান নামের এক ব্যক্তি সংজ্ঞাহীন অবস্থায় শিল্পীকে হাসপাতালে নিয়ে আসেন। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে শিল্পীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খালিকুর রহমান সঙ্গীতশিল্পী কৃষ্ণকলির স্বামী বলে জানান তিনি।






এসআই মোজাম্মেল জানান, খালিকুর রহমানের গলায় ও মুখে আঁচড়ের দাগ রয়েছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে শেরে বাংলানগর থানায় হস্তান্তর করা হয়।






খালিকুর রহমান জানান,  দেড় মাস আগে তাদের বাসায় কাজ শুরু করে শিল্পী। অসুস্থ হয়ে পড়ায় তিনি শিল্পীকে হাসপাতালে নিয়ে যান।






শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বলেন, ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু। তবে জিজ্ঞাসাবাদের জন্য খালিকুর রহমানকে থানায় রাখা হয়েছে।






(ঢাকাটাইমস/২৪মার্চ/মোআ)