logo ২১ এপ্রিল ২০২৫
চার ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে দিলেন শিক্ষক!
রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
২৫ মার্চ, ২০১৬ ১৮:০০:৫৪
image



রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় চার স্কুলছাত্রীর আপত্তিকর ছবি তুলে এক শিক্ষক ফেসবুকে আপলোড করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই চার শিক্ষার্থীর অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। তবে, শিক্ষক কিভাবে ওই ছাত্রীদের ছবি তুলেছেন সে ব্যাপারে কিছু জানাননি অভিবাবকরা।






অভিযোগ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে জেলার বাগমারা উপজেলার পীরগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আবদুর রাজ্জাক ওই বিদ্যালয়ের চার ছাত্রীর আপত্তিকর ছবি মোবাইল ফোনে তুলে ফেসবুকে আপলোড করেন।






এতে এলাকায় ছাত্রীদের নিয়ে অনেক কানাঘুষা হয়। লোকলজ্জার কারণে ওই ছাত্রীরা আর বিদ্যালয়ে যেতে পারছে না। ছাত্রীদের পরিবারের লোকজন পরে বিষয়টি বিদ্যালয়ের অধ্যক্ষকে জানান। কিন্তু অধ্যক্ষ ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।






বাধ্য হয়ে বৃহস্পতিবার ওই চার ছাত্রীর অভিভাবকেরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর থেকে বিষয়টি স্কুলের পক্ষ থেকে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হলেও শুক্রবার তা প্রকাশ পেয়ে যায়।






উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার ঢাকাটাইমসকে জানান, বিদ্যালয়ের অধ্যক্ষ ও সভাপতিকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।






এ ব্যাপারে অধ্যক্ষ আবদুল আজিজ বলেন, বিষয়টি নিয়ে বিদ্যালয় কমিটির সভাপতির সঙ্গে কথা বলা হয়েছে। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে।






এদিকে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত স্কুল শিক্ষকের সঙ্গে কথা বলা যায়নি।






(ঢাকাটাইমস/২৫মার্চ/প্রতিনিধি/ইএস/জেবি)