logo ১৩ মে ২০২৫
অজ্ঞান পার্টির খপ্পরে ভারতগামী তিন যাত্রী
বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
২৯ মার্চ, ২০১৬ ২০:১০:৫৪
image



বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার উদ্দেশে ঢাকা থেকে ঈগল পরিবহনে বেনাপোল যাওয়ার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন পাসপোর্টধারী তিন যাত্রী। বর্তমানে তারা বেনাপোলের একটি ক্লিনিকে চিকিৎসাধীন। সোমবার  গভীর রাতে আরিচা ফেরিতে যাত্রী ছদ্মবেশে থাকা অজ্ঞানপার্টির দুই সদস্যের খপ্পরে পড়ে আখের রস খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।






অসুস্থ যাত্রীরা হলেন, চাঁদপুরের কচুয়া উপজেলার বাচিয়া গ্রামের সুরেন পোদ্দারের ছেলে স্বপন (৪০), সুভাসের স্ত্রী কাজল রানী (৩৫) ও সুভাস (৫০)।






অসুস্থ যাত্রীদের সঙ্গে থাকা আত্মীয় সপ্না ঢাকাটাইমসকে বলেন, চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশে সোমবার রাতে চাঁদপুর থেকে ঈগল পরিবহনে করে রওনা হই। ফেরি ঘাটে পৌঁছার পর পাশের সিটের দুই যাত্রী আমাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। একপর্যায়ে ওই যাত্রীর অনুরোধে স্বপন, কাজল ও সুভাস গাড়ি থেকে নেমে আখের রস পান করেন। এরপর বাসে ওঠে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে গাড়িটি বেনাপোলে পৌঁছানোর পর তারা ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করা হয়। এর আগে গাড়ি থেকে অসুস্থ তিনজনের কাছ থেকে টাকা ও স্বর্ণলঙ্কার নিয়ে পালিয়ে যায় অজ্ঞান পাটির সদস্যরা।






(ঢাকাটাইমস/২৯মার্চ/প্রতিনিধি/জেবি)