logo ২১ এপ্রিল ২০২৫
গৃহবধূকে ন্যাড়া করে দিলেন নবনির্বাচিত চেয়ারম্যান
পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
২৭ মার্চ, ২০১৬ ০০:৩০:২৮
image



পটুয়াখালী: পরকীয়া প্রেমের অভিযোগে রাবেয়া বেগম (৩২) নামে এক নারীকে বেঁধে নির্যাতন করে তার মাথা ন্যাড়া করে দেয়ার অভিযোগ উঠেছে।






শনিবার সন্ধ্যার পরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ইছাদি গ্রামে এ ঘটনা ঘটেছে।






স্থানীয়রা জানায়, গজালিয়ার সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান খালেদুল ইসলাম স্বপন পরকীয়ার অভিযোগে রাবেয়াকে বেঁধে নির্যাতন করে পরে ন্যাড়া করে দেন।






নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে অভিযোগ করেন, নির্বাচনী প্রতিহিংসায় স্বপন ঈর্ষন্বিত হয়ে ঘটনাটি ঘটিয়েছেন।






খালেদুল ইসলাম স্বপন গলাচিপা উপজেলা যুবলীগের সভাপতি, বর্তমান সংসদ সদস্য আ.খ.ম. জাহাঙ্গীরের ছোট ভাই। 






স্থানীয়রা আরও জানান,ইসাদি গ্রামের হাবিবুর রহমান রাড়ীর স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ের মা। রাবেয়ার সাথে একই এলাকার ২ ছেলে ও ৩ মেয়ের বাবা মিজানুর রহমান রাড়ীর অনৈতিক সম্পর্ক ছিল। তারই জের ধরে তাদেরকে একসাথে কথা বলতে দেখে স্বপনের অনুসারীরা ধরে নিয়ে যায়। অতপর শনিবার সন্ধ্যায় প্রহসনের সালিশের নাম করে নারীটির হাত পা বেঁধে তার উপর চালানো হয় নির্যাতন একপর্যায়ে তার চুল কেটে ফেলা হয়।






এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযেগের চেষ্টা করলে অসুস্থতার কথা বলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে এ ব্যাপারে পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান সাংবাদিকদের জানান, তিনি ঘটনাটি অবগত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা নেয়া হবে।






(ঢাকাটাইমস/২৭মার্চ/প্রতিনিধি/এলএ)